প্রশ্ন: দু’বন্ধু এক রুমে বসে টিভি দেখছে। হঠাৎ এক বন্ধু বলল আমি তোর চেয়ারের চারপাশ তিনবার ঘুরব এবং এক থেকে তিন পর্যন্ত গুনব। তিনবার ঘুরার এবং তিন পর্যন্ত গুনার আগেই তুই চেয়ার ছেড়ে পালিয়ে যাবি। কিন্তূ সে তাকে ভয় ও দেখাবে না, মারবে ও না এবং কোন অপ্রিতীকর কোন ঘটনা ও ঘটাবো না। কিন্তূ কিভাবে?
উত্তর: দু’বার ঘুরার এবং দু’পর্যন্ত গোনার পর ঐ বন্ধু বলল বাকি এক চক্কর ২ দিন পর ঘুরব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন