প্রশ্ন: একদিন এক ভদ্রলোক তার গাড়ী নিয়ে বাসায় যাচ্ছেন।হঠাং তার গাড়ীর একটি চাকা পাংচার হয়ে যায়। তখন তাকে কেউ সাহায্য করেনি। তিনি একাই তার গড়ীর চাকা বদলানোর জন্য চাকা খুললেন। এবং তার চাকার নাটগূলো হাতের ধাক্কা লেগে ম্যানহোলের ভিতরে পড়ে যায়। তারপর অনেক চিন্তা করে বুদ্ধি খাটিয়ে নতুন চাকা লাগান এবং গাড়ী নিয়ে চলেযান। তার কাছে কোন বাড়তি নাট ও ছিল না। কিন্তু কিভাবে?
উত্তর: অন্য তিনটি চাকা থেকে তিনটি নাট খুলে লাগান এবং কোন রকমে ওয়ার্কসোপে চলে যান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন