প্রশ্ন: একদিন অমাবশ্যায় কালো এক ভদ্রলোক কালো পোশাক,কালো গ্লাস, কালো মূখোশ, কালো জুতা লাগিয়ে রাস্তা দিয়ে হাটছে। সেই ভদ্রলোকের বিপরীত দিক থেকে তার বরাবর একটি কালো গাড়ী আসছে।গাড়ীর ও হেডলাইট নেই। কোন এক্সিডেন্ট ও ঘটেনি। গাড়ীও চলেগেছে,লোকটিও চলেগেছে। আপনাকে উত্তর দিতে হবে কিভাবে?
উত্তর: ঘটনাটি একদিন ঘটেছিল রাতে নয়। তাই কোন দুর্ঘটনা ঘটেনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন