শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১


  ব্যস্ত   
আমরা   ব্যস্ত।

...........................মিল্লাদ 


ব্যস্ত নগরীর ব্যস্ত সবাই ব্যস্ত রাজপথ, 
আমরা শুধু স্বার্থ খুঁজি থাকতে নিরাপদ।
বাংলা আমার আমি বাংলার গর্ব করে বলি, 
কতোজনইবা রেখে বুকে হাত বাংলা পথে চলি? 
এই পথে চলে গরিব-দুঃখী আর চলে কোটিপতি, 
একটু সহায় করলে তাদের হয়না কারোর ক্ষতি।
গরিব বলে ঘৃণার চোখে বলি তাদের ছিন্নমূল, 
আসলে আমরা বাংলার তরে কতটা দায়িত্বে অটুল?
ব্যস্ত কেউ নিয়ে নেতা- দল কিংবা রাজনীতি,
কতটা আসলে পেরেছি আমরা তৈরিতে পৌরনীতি?
রাজার নীতি রাজ্য চালানো মন্ত্রীর গোটা দেশ,
সবাই শুধু ভাবে নিজে নিজে আমিতো আছি বেশ।  
আমাদের একটু মানবতায় ফুটবে তাদের হাসি,
বাংলার পথ স্বচ্ছ হবে দেখবে আলোর রাশি। 
শুধু হাসি নয় আজ তাই ভালোবাসা হোক দামি,
সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা সবার ভালো চাই আমি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন