মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০১০

প্রশ্ন: দু’বন্ধু এক রুমে বসে টিভি দেখছে। হঠাৎ এক বন্ধু বলল আমি তোর চেয়ারের চারপাশ তিনবার ঘুরব এবং এক থেকে তিন পর্যন্ত গুনব। তিনবার ঘুরার এবং তিন পর্যন্ত গুনার আগেই তুই চেয়ার ছেড়ে পালিয়ে যাবি। কিন্তূ সে তাকে ভয় ও দেখাবে না, মারবে ও না এবং কোন অপ্রিতীকর কোন ঘটনা ও ঘটাবো না। কিন্তূ কিভাবে?

উত্তর: দু’বার ঘুরার এবং দু’পর্যন্ত গোনার পর ঐ বন্ধু বলল বাকি এক চক্কর ২ দিন পর ঘুরব।

বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০১০

প্রশ্ন: একদিন এক ভদ্রলোক তার গাড়ী নিয়ে বাসায় যাচ্ছেন।হঠাং তার গাড়ীর একটি চাকা পাংচার হয়ে যায়। তখন তাকে কেউ সাহায্য করেনি। তিনি একাই তার গড়ীর চাকা বদলানোর জন্য চাকা খুললেন। এবং তার চাকার নাটগূলো হাতের ধাক্কা লেগে ম্যানহোলের ভিতরে পড়ে যায়। তারপর অনেক চিন্তা করে বুদ্ধি খাটিয়ে নতুন চাকা লাগান এবং গাড়ী নিয়ে চলেযান। তার কাছে কোন বাড়তি নাট ও ছিল না। কিন্তু কিভাবে?

উত্তর: অন্য তিনটি চাকা থেকে তিনটি নাট খুলে লাগান এবং কোন রকমে ওয়ার্কসোপে চলে যান।