মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০১০

Ministry for Education, Ireland
Department for learning
Exam Sheet for
A-Levels
Time allowed : 1 Minute


1. Continue this squence in a Logical way : 25 Points
M ..... T ..... W....... T............ .......... ..........
2. Correct this formula with a single stroke : 25 Points
5 + 5 + 5 = 550
3. Please write anything here : 25 Points
------------------------------------------------------------------
4. Draw a rectangle with 3 lines : 25 Points
.
.
.
Try to answer with yourselfn & post here.........................Millad


মঙ্গলবার, ২৫ মে, ২০১০

প্র: এক জেলখানার ছোট কামরায় বেশ কিছু কয়েদী আছে।একদিন নতুন এক কয়েদীকে রাখার পর কামরার দরজা ফাক পেয়ে সে পালিয়ে যায়।জেলখানার চারপাশে তারকাটাযু্ক্ত দেওয়াল আছে এবং সেখানে লিখা ও আছে ২২০ভোল্টেজ বিদ্যুং সংযোগ।প্রধান দরজায় ও রক্ষী আছে। কিন্তু কিভাবে সে পালিয়ে যায়।
উ: কাটাতারযু্ক্ত দেওয়ালে শুধুমাত্র লিখা হয়েছিল বিদ্যুতের কথা কিন্তু সংযোগ দেওয়া হয়নি।তাই সে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল.............Millad

বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০১০

প্রশ্ন: দু’টুকরো সাদা কাগজের একটিতে “ক”এবং অন্যটিতে “খ” লিখে দু’গজ উপর খেকে একই সাথে ছেড়ে দিলে যে কাগজটিতে ‘ক’ লিখা সে কাগজটি আগে মাটিতে পড়বে। কিন্তূ কেন বা কিভাবে ? There are two piece of papers, it mentioned 'A' & 'B', if we drop the papers from top to ground level as 2 meters distance the mentioned 'A' paper will get down first. How is it possible?
উত্তর: "ক" লিখা কাগজটি দলা করে ছাড়া হয়েছিল। তাই "ক" লিখা কাগজটি আগে মাটিতে পড়েছিল।Crush the mentioned 'A' paper then drop the both papers from the top to ground level. 'A' mentioned paper will get down first.............. Millad

রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১০

আমার "২১" এর ফূল

আমার "২১" এর ফুল
মো: মিল্লাদ হোসেন কমল

আমার ২১ এর ফুল
তুমি ছিলে ঝরঝরে তাজা,
ঠিক যেন রফিকের শ্লোগানের মতো
আকাশ ফাটানো বাংলা বাংলা বাজা।

আমার ২১ এর ফুল
তুমি ছিলে সতেজ,
জব্বারের বর্জ কন্ঠের মতো
অগ্নিঝরা কৃঞ্চচূড়া ফুল আর লাল মরিচের ঝাজ।


আমার ২১ এর ফুল
তুমি ছিলে সূর্যান্বিত লাল,
সালামের রক্তের মতো
বাংলা ভাষা সৃস্টির ঢাল।

আমার ২১ এর ফুল
তুমি এসেছো মাটির কনা ছিড়ে
ভাষা শহীদদের ভীড়ে
২১ কে শ্রদ্ধা করার জন্য
শহীদদের স্বরণ করার জন্য
জাতী আজ তোমায় নিয়ে ধন্য।
আমার ২১ এর ফুল
বাংলা গড়তে আমরা করবোনা ভূল।

সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০১০

প্রশ্ন: একদিন অমাবশ্যায় কালো এক ভদ্রলোক কালো পোশাক,কালো গ্লাস, কালো মূখোশ, কালো জুতা লাগিয়ে রাস্তা দিয়ে হাটছে। সেই ভদ্রলোকের বিপরীত দিক থেকে তার বরাবর একটি কালো গাড়ী আসছে।গাড়ীর ও হেডলাইট নেই। কোন এক্সিডেন্ট ও ঘটেনি। গাড়ীও চলেগেছে,লোকটিও চলেগেছে। আপনাকে উত্তর দিতে হবে কিভাবে?
উত্তর: ঘটনাটি একদিন ঘটেছিল রাতে নয়। তাই কোন দুর্ঘটনা ঘটেনি।

মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০১০

প্রশ্ন: দু’বন্ধু এক রুমে বসে টিভি দেখছে। হঠাৎ এক বন্ধু বলল আমি তোর চেয়ারের চারপাশ তিনবার ঘুরব এবং এক থেকে তিন পর্যন্ত গুনব। তিনবার ঘুরার এবং তিন পর্যন্ত গুনার আগেই তুই চেয়ার ছেড়ে পালিয়ে যাবি। কিন্তূ সে তাকে ভয় ও দেখাবে না, মারবে ও না এবং কোন অপ্রিতীকর কোন ঘটনা ও ঘটাবো না। কিন্তূ কিভাবে?

উত্তর: দু’বার ঘুরার এবং দু’পর্যন্ত গোনার পর ঐ বন্ধু বলল বাকি এক চক্কর ২ দিন পর ঘুরব।

বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০১০

প্রশ্ন: একদিন এক ভদ্রলোক তার গাড়ী নিয়ে বাসায় যাচ্ছেন।হঠাং তার গাড়ীর একটি চাকা পাংচার হয়ে যায়। তখন তাকে কেউ সাহায্য করেনি। তিনি একাই তার গড়ীর চাকা বদলানোর জন্য চাকা খুললেন। এবং তার চাকার নাটগূলো হাতের ধাক্কা লেগে ম্যানহোলের ভিতরে পড়ে যায়। তারপর অনেক চিন্তা করে বুদ্ধি খাটিয়ে নতুন চাকা লাগান এবং গাড়ী নিয়ে চলেযান। তার কাছে কোন বাড়তি নাট ও ছিল না। কিন্তু কিভাবে?

উত্তর: অন্য তিনটি চাকা থেকে তিনটি নাট খুলে লাগান এবং কোন রকমে ওয়ার্কসোপে চলে যান।