সোমবার, ৮ অক্টোবর, ২০১২



   = 6-0+0
   = 6
................... Azim Hossain Millad

সোমবার, ৩০ জানুয়ারী, ২০১২

সপ্তর্ষি............... মিল্লাদ হোসেন (কমল)


সপ্তর্ষি
 
মৃদূ হাসিঁ বোবা কান্না,
এর মানে কেউ বুঝতে চায়না।
বুঝার কে আছে তাও বুঝিনা,
যে বুঝিতে চায় তাকে সুধাই না।

চারদিক হিম শীত কুয়াশার চাদরে ঢাকা,
আমি এক বিবাগী তব দিশেহারা।
শিশিরস্নাত ভেজা সেইটুকু ক্ষন,
নিরব ধ্যানে আমি ভাবি তখন।
কি যে করি – কারে যে বলি :(
কে আছে শুনবে আমার কথার কলি?

সে -ই সুধু জানে এর মানে কি?
আমি সুধূ তাকেই ব্যাক্ত যে করি।
সেই জনা কে কেউ জান কি?
নাম হলো তার “সপ্তর্ষি”।

………………….মিল্লাদ

শনিবার, ৩ ডিসেম্বর, ২০১১

ডিসেম্বরের মানে
                    মিল্লাদ হোসেন


ডিসেম্বরের মানে তোমরা কি কেউ জান?
পরাধীনতার গ্লানি মুছে বিজয় আন।
স্বাধীন বাংলা স্বাধীন আমরা স্বাধীন বাংলাদেশ,
ডিসেম্বরের খুঁজতে মানে সব-ই নি:শেষ।

হারিয়েছে কেউ বাবা-মা আর বোন
কেউবা হারিয়েছে পুত্র আর ধন,
এনেছে বিজয় ছিনিয়ে এনেছে;
বিনিময়ে বন্যায় রক্তের শ্রাবণ।

 কেউ করে গ্রাস সুযোগের ফাঁদে
করেছে নিজেকে বিন্যাশ,
কারোর জীবনে এসেছে ভেঙ্গে
হাহাকার আর সর্বনাশ।

 সুধু সবাই এখন জাতীয় দিবসে
দেখায় সহানুভূতি,
নয় সহানুভূতি নয় দেখানো শ্রদ্ধা
দেখাও আসল অনুভূতি।

 আসলে সবাই চায় ক্ষমতা
চায় না পৌরনীতি,
নইলে সবাই করতো রক্ষা
স্বাধীনতার মূলনীতি।

 স্বল্প কঠিন অর্জন আসলে
করা স্বাধীনতা,
তার চেয়ে কঠিন করা রক্ষা
এর বিশালতা

 
এসো হাত ধরি কাঁধে কাঁধ রাখি
স্বাধীনতার মান আমরা ধরে রাখি,
ডিসেম্বরের মানে আমরা রক্ষা করি
বিজয়ের মাসে নতুন শপথ করি।

............... মিল্লাদ সাথে সপ্তর্ষি।







মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০১১


প্র:- এক রাখাল ছেলে ৪টি গাধা, ১০টি গরূ ও ১৫টি ছাগল চরাতো। প্রত্যেকদিন তার বাবা তাকে খাবারের সময় হলে গাধা বলে ডাকতো। কারন সে বোকা। তাই আপনাকে বলতে হবে এখন মোট গাধার সংথ্যা কত?
উ:- মোট ৪ টি। কারন তার বাবাই শূধূ ডাকতো।........... Millad with Saftarshi

বুধবার, ২০ জুলাই, ২০১১

আমার প্রবাস জীবন। From K.S.A

নাড়ির টান
মো: মিল্লাদ হোসেন কমল।

মরূময় প্রান্তরে ধুসর আকাশ দেখি,
কল্পনার নীল রংঙ্গে আল্পনা আকিঁ।
যাব আমি ফিরে দেশে নাড়ির টানে,
পাব আমি বটছায়া মাতৃ-নীড়ে।
কবে পাব সেই ক্ষণ একা শূয়ে ভাবি,
হঠাৎ কখন ঘুমের দেশে আবার দেই পাড়ি।
পাড়ি শেষে ভোর হয় ব্যাস্ত জীবন,
কবে পাব সেই ক্ষণ বৃষ্টি আসবে যখন।
নীরব বৃষ্টি নীরব আমি নীরব আমার মন,
যাব আমি সত্যি দেশে নিকটেই সে-ক্ষণ।



.......................... প্রিয় পাঠক, অনুগ্রহ করে কপি করবেন না।
ইচ্ছে করলে আপনার মন্তব্য লিখতে পারেন।

মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০১০

Ministry for Education, Ireland
Department for learning
Exam Sheet for
A-Levels
Time allowed : 1 Minute


1. Continue this squence in a Logical way : 25 Points
M ..... T ..... W....... T............ .......... ..........
2. Correct this formula with a single stroke : 25 Points
5 + 5 + 5 = 550
3. Please write anything here : 25 Points
------------------------------------------------------------------
4. Draw a rectangle with 3 lines : 25 Points
.
.
.
Try to answer with yourselfn & post here.........................Millad


মঙ্গলবার, ২৫ মে, ২০১০

প্র: এক জেলখানার ছোট কামরায় বেশ কিছু কয়েদী আছে।একদিন নতুন এক কয়েদীকে রাখার পর কামরার দরজা ফাক পেয়ে সে পালিয়ে যায়।জেলখানার চারপাশে তারকাটাযু্ক্ত দেওয়াল আছে এবং সেখানে লিখা ও আছে ২২০ভোল্টেজ বিদ্যুং সংযোগ।প্রধান দরজায় ও রক্ষী আছে। কিন্তু কিভাবে সে পালিয়ে যায়।
উ: কাটাতারযু্ক্ত দেওয়ালে শুধুমাত্র লিখা হয়েছিল বিদ্যুতের কথা কিন্তু সংযোগ দেওয়া হয়নি।তাই সে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল.............Millad