সপ্তর্ষি
মৃদূ হাসিঁ বোবা কান্না,
এর মানে কেউ বুঝতে চায়না।
বুঝার কে আছে তাও বুঝিনা,
যে বুঝিতে চায় তাকে সুধাই না।
চারদিক হিম শীত কুয়াশার চাদরে ঢাকা,
আমি এক বিবাগী তব দিশেহারা।
শিশিরস্নাত ভেজা সেইটুকু ক্ষন,
নিরব ধ্যানে আমি ভাবি তখন।
কি যে করি – কারে যে বলি :(
কে আছে শুনবে আমার কথার কলি?
সে -ই সুধু জানে এর মানে কি?
আমি সুধূ তাকেই ব্যাক্ত যে করি।
সেই জনা কে কেউ জান কি?
নাম হলো তার “সপ্তর্ষি”।
………………….মিল্লাদ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন