নাড়ির টান
মো: মিল্লাদ হোসেন কমল।
মরূময় প্রান্তরে ধুসর আকাশ দেখি,
কল্পনার নীল রংঙ্গে আল্পনা আকিঁ।
যাব আমি ফিরে দেশে নাড়ির টানে,
পাব আমি বটছায়া মাতৃ-নীড়ে।
কবে পাব সেই ক্ষণ একা শূয়ে ভাবি,
হঠাৎ কখন ঘুমের দেশে আবার দেই পাড়ি।
পাড়ি শেষে ভোর হয় ব্যাস্ত জীবন,
কবে পাব সেই ক্ষণ বৃষ্টি আসবে যখন।
নীরব বৃষ্টি নীরব আমি নীরব আমার মন,
যাব আমি সত্যি দেশে নিকটেই সে-ক্ষণ।
.......................... প্রিয় পাঠক, অনুগ্রহ করে কপি করবেন না।
ইচ্ছে করলে আপনার মন্তব্য লিখতে পারেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন