আমার "২১" এর ফুল
মো: মিল্লাদ হোসেন কমল
আমার ২১ এর ফুল
তুমি ছিলে ঝরঝরে তাজা,
ঠিক যেন রফিকের শ্লোগানের মতো
আকাশ ফাটানো বাংলা বাংলা বাজা।
আমার ২১ এর ফুল
তুমি ছিলে সতেজ,
জব্বারের বর্জ কন্ঠের মতো
অগ্নিঝরা কৃঞ্চচূড়া ফুল আর লাল মরিচের ঝাজ।
আমার ২১ এর ফুল
তুমি ছিলে সূর্যান্বিত লাল,
সালামের রক্তের মতো
বাংলা ভাষা সৃস্টির ঢাল।
আমার ২১ এর ফুল
তুমি এসেছো মাটির কনা ছিড়ে
ভাষা শহীদদের ভীড়ে
২১ কে শ্রদ্ধা করার জন্য
শহীদদের স্বরণ করার জন্য
জাতী আজ তোমায় নিয়ে ধন্য।
আমার ২১ এর ফুল
বাংলা গড়তে আমরা করবোনা ভূল।