সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

স্বাধীনতার স্বাদ

স্বাধীনতার স্বাদ

........ মিল্লাদ

 

বাংলার জন্য যুদ্ধ করে বাংলা লুটে খায়,

এই জনগণ কি সেই জনগণ স্বাধীন বাংলা চায়?

স্বাধীন করে পায়নি যারা স্বাধীনতার স্বাদ,

ক্ষোভ তাদের থেকেই গেলো বাঙালিপনার দাগ।

রক্ত দিয়ে স্বাধীন করলো যেই জনতার জন্য,

সেই জনতা কাঁদছে দেশে কালো রাজনীতির জন্য।

৭১ এর স্বাধীনতায় রক্ত দিছে যারা,

স্বাধীনতার পায়নি স্বাদ যুগ যুগ ধরে তারা।

স্বপ্ন ছিল দেশ গড়বে-ঘুরবে দেশের হাল,

রাজনীতিবিদের জন্য মানুষ পায়নি চাল আর ডাল।

লুটতরাজ আর গলাবাজি চলছে এতদিন,

অল্প দিনে কোটি পতি আয়েশে প্রতিদিন

পৌরণিতির কথা বলে যারা করে রাজনীতি,

ভোটের সময় প্রভাব খাটায় হারায় নিজের নীতি।

ভোটে জেতে আসন নিয়ে লুটতরাজে মদ্দ,

অসহায় আমজনতার আসলেই কপাল মন্দ।

ঘুরে-ফিরে সিন্ডেকেট আর দ্রব্যমূল্যের কবল,

রাজনীতিবিদ আর চেলা-পেলারা হয় আবার সফল।

পালাবদল করে আসে নতুন নতুন মুখ,

বাংলার মানুষ কবে পাবে স্বাধীনতার সুখ?

দেশ গঠনের চাবি-কাঠি আমার আপনার হাতে,

ভোটটা দিবেন ভেবে-চিন্তে সঠিক নেতার পাতে।

আপনার ভোটেই বদলাবে দেশ বদলাবে পুরান নীতি,

সবাই পাবে স্বাধীনতার স্বাদ ফিরবে পৌরণিতি।