"ভুলে
গেছে বাংলাদেশ ভুলে গেছে " "...................মিল্লাদ"
সৃষ্টি কর্তার নাম নিয়ে বলি আমি বাংলাদেশ,
দেখছো সবাই অনলাইন-এ আমি হচ্ছি নিঃশেষ।
ভুলে গেছে চোখ কান্নার রেখা সে কি তিস্তার মতো,
তিতাসের বুকে পাথরের পথ বোবা পদ্মার ক্ষত।
ভুলে গেছি দেখ কত সহজেই ফুলবাড়ী আর রামপাল,
বড় ভোলা মন কবে ভুলে গেছি দশ টাকা কেজির চাল।
ভুলে গেছে মন ফেলানীর নাম ভুলে গেছে পিলখানা,
বিশ্বজিৎ এর বাঁচার আঁকুতি যাতনার নাম রানা।
রুনি সাগরের কবরের পাশের বৃষ্টির নাম মেঘ,
ভুলে গেছে সে ও বিচারের বাণী দিব্যিতে করে ত্যাগ।
জানি ভুলে গেছি শেয়ার বাজার ভুলে গেছি হলমার্ক,
খুনের রক্তে ধুয়ে গেছে আজ চেতনার কালো দাগ।
আগুনে পুড়ে গেছে স্বপ্নের দল লাশ হয়ে গেছে গুম,
উন্নয়নের দাপুটে হয়েছি নিঃশেষ নিঃর্ঘুম।
দেখেছি অনেক স্বপ্ন ডুবেছে ইয়াবার কালো গ্রাসে,
জাতির বিবেকে লুট হয়ে গেল কোটা প্রশ্ন ফাঁসে।
হাজার কোটির ব্যাংক লুট হল লুট হয়ে গেল ধন ,
গরীবের পেটে লাথি মেরে দেশে এ কেমন উন্নয়ন?
গাড়ীর চাপায় মরছে কিশোর দাপটে দল আর লীগ,
আহাজারী শুধু পুলিশী রাষ্ট্রে বন্ধুক চারদিক।
উন্নয়নের নামে চলে গুলি ভয়াল গভীর রাত,
মায়ের কান্না শুনে বের হয় শাহজাহানের দাঁত।
মাঠে ঘাঁটে আর গ্রামে প্রান্তরে সন্ত্রাস চারদিকে,
কিসের জন্যে সরকার থেকে মুক্তি যে চায় লোকে।
ভোটের ভাতের অধিকার নেই, নেই কোনো স্বাধীকার!
গুম হয়ে যাওয়া লাশটার ও ছিল বাঁচবার অধিকার।
ভুলে যাব জানি ইস্যুতে ইস্যুতে আবার বোনটি তনু ,
বড় মায়া চোখে কতনা কষ্টে মৃত্যুর রংধুনু।
ধর্ষিতা বোন আলো কেটে যায় ভুলতে পারিনা তাই,
এতো নিপীড়ন আর কতদিন জনতা সইবে হায়।
ক্ষমতার অপব্যাবহার করছে যে আজ আইনের কিছু লোক,
ধর্মের নামে কলহ সৃষ্টি শুধু বাড়ছে বোকা নির্বোধ।
আমরা ভুলেছি বহু যাতনায় ভুলেছি বাংলাদেশ,
ভুলের মাসুল দিতে আজ তাই তোদের করবো শেষ।
ক্ষমতার দিন শেষ হলো বলে কমছে তোদের দিন ,
দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা সুধিতে হইবে ঋণ।
আমি বাংলাদেশ দিচ্ছি বিচার শুধু আল্লাহর কাছে
নির্মূল হোক অন্যায় আর আম-জনতা যেন বাঁচে।