ডিসেম্বরের মানে
মিল্লাদ হোসেন
ডিসেম্বরের মানে তোমরা কি কেউ জান?
পরাধীনতার গ্লানি মুছে বিজয় আন।
স্বাধীন বাংলা স্বাধীন আমরা স্বাধীন বাংলাদেশ,
ডিসেম্বরের খুঁজতে মানে সব-ই নি:শেষ।
হারিয়েছে কেউ বাবা-মা আর বোন
কেউবা হারিয়েছে পুত্র আর ধন,
এনেছে বিজয় ছিনিয়ে এনেছে;
বিনিময়ে বন্যায় রক্তের শ্রাবণ।
কেউ করে গ্রাস সুযোগের ফাঁদে
করেছে নিজেকে বিন্যাশ,
কারোর জীবনে এসেছে ভেঙ্গে
হাহাকার আর সর্বনাশ।
সুধু সবাই এখন জাতীয় দিবসে
দেখায় সহানুভূতি,
নয় সহানুভূতি নয় দেখানো শ্রদ্ধা
দেখাও আসল অনুভূতি।
আসলে সবাই চায় ক্ষমতা
চায় না পৌরনীতি,
নইলে সবাই করতো রক্ষা
স্বাধীনতার মূলনীতি।
স্বল্প কঠিন অর্জন আসলে
করা স্বাধীনতা,
তার চেয়ে কঠিন করা রক্ষা
এর বিশালতা
এসো হাত ধরি কাঁধে কাঁধ রাখি
স্বাধীনতার মান আমরা ধরে রাখি,
ডিসেম্বরের মানে আমরা রক্ষা করি
বিজয়ের মাসে নতুন শপথ করি।
............... মিল্লাদ সাথে সপ্তর্ষি।