প্র: এক জেলখানার ছোট কামরায় বেশ কিছু কয়েদী আছে।একদিন নতুন এক কয়েদীকে রাখার পর কামরার দরজা ফাক পেয়ে সে পালিয়ে যায়।জেলখানার চারপাশে তারকাটাযু্ক্ত দেওয়াল আছে এবং সেখানে লিখা ও আছে ২২০ভোল্টেজ বিদ্যুং সংযোগ।প্রধান দরজায় ও রক্ষী আছে। কিন্তু কিভাবে সে পালিয়ে যায়।
উ: কাটাতারযু্ক্ত দেওয়ালে শুধুমাত্র লিখা হয়েছিল বিদ্যুতের কথা কিন্তু সংযোগ দেওয়া হয়নি।তাই সে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল.............Millad