সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

স্বাধীনতার স্বাদ

স্বাধীনতার স্বাদ

........ মিল্লাদ

 

বাংলার জন্য যুদ্ধ করে বাংলা লুটে খায়,

এই জনগণ কি সেই জনগণ স্বাধীন বাংলা চায়?

স্বাধীন করে পায়নি যারা স্বাধীনতার স্বাদ,

ক্ষোভ তাদের থেকেই গেলো বাঙালিপনার দাগ।

রক্ত দিয়ে স্বাধীন করলো যেই জনতার জন্য,

সেই জনতা কাঁদছে দেশে কালো রাজনীতির জন্য।

৭১ এর স্বাধীনতায় রক্ত দিছে যারা,

স্বাধীনতার পায়নি স্বাদ যুগ যুগ ধরে তারা।

স্বপ্ন ছিল দেশ গড়বে-ঘুরবে দেশের হাল,

রাজনীতিবিদের জন্য মানুষ পায়নি চাল আর ডাল।

লুটতরাজ আর গলাবাজি চলছে এতদিন,

অল্প দিনে কোটি পতি আয়েশে প্রতিদিন

পৌরণিতির কথা বলে যারা করে রাজনীতি,

ভোটের সময় প্রভাব খাটায় হারায় নিজের নীতি।

ভোটে জেতে আসন নিয়ে লুটতরাজে মদ্দ,

অসহায় আমজনতার আসলেই কপাল মন্দ।

ঘুরে-ফিরে সিন্ডেকেট আর দ্রব্যমূল্যের কবল,

রাজনীতিবিদ আর চেলা-পেলারা হয় আবার সফল।

পালাবদল করে আসে নতুন নতুন মুখ,

বাংলার মানুষ কবে পাবে স্বাধীনতার সুখ?

দেশ গঠনের চাবি-কাঠি আমার আপনার হাতে,

ভোটটা দিবেন ভেবে-চিন্তে সঠিক নেতার পাতে।

আপনার ভোটেই বদলাবে দেশ বদলাবে পুরান নীতি,

সবাই পাবে স্বাধীনতার স্বাদ ফিরবে পৌরণিতি।  

শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১


  ব্যস্ত   
আমরা   ব্যস্ত।

...........................মিল্লাদ 


ব্যস্ত নগরীর ব্যস্ত সবাই ব্যস্ত রাজপথ, 
আমরা শুধু স্বার্থ খুঁজি থাকতে নিরাপদ।
বাংলা আমার আমি বাংলার গর্ব করে বলি, 
কতোজনইবা রেখে বুকে হাত বাংলা পথে চলি? 
এই পথে চলে গরিব-দুঃখী আর চলে কোটিপতি, 
একটু সহায় করলে তাদের হয়না কারোর ক্ষতি।
গরিব বলে ঘৃণার চোখে বলি তাদের ছিন্নমূল, 
আসলে আমরা বাংলার তরে কতটা দায়িত্বে অটুল?
ব্যস্ত কেউ নিয়ে নেতা- দল কিংবা রাজনীতি,
কতটা আসলে পেরেছি আমরা তৈরিতে পৌরনীতি?
রাজার নীতি রাজ্য চালানো মন্ত্রীর গোটা দেশ,
সবাই শুধু ভাবে নিজে নিজে আমিতো আছি বেশ।  
আমাদের একটু মানবতায় ফুটবে তাদের হাসি,
বাংলার পথ স্বচ্ছ হবে দেখবে আলোর রাশি। 
শুধু হাসি নয় আজ তাই ভালোবাসা হোক দামি,
সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা সবার ভালো চাই আমি। 

বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০

আমার প্রবাস জীবন।


"ভুলে গেছে বাংলাদেশ ভুলে গেছে "

 "...................মিল্লাদ"

 

সৃষ্টি কর্তার নাম নিয়ে বলি আমি বাংলাদেশ,

দেখছো সবাই অনলাইন- আমি হচ্ছি নিঃশেষ।

ভুলে গেছে চোখ কান্নার রেখা সে কি তিস্তার মতো,

তিতাসের বুকে পাথরের পথ বোবা পদ্মার ক্ষত।

ভুলে গেছি দেখ কত সহজেই ফুলবাড়ী আর রামপাল,

বড় ভোলা মন কবে ভুলে গেছি দশ টাকা কেজির চাল।

ভুলে গেছে মন ফেলানীর নাম ভুলে গেছে পিলখানা,

বিশ্বজিৎ এর বাঁচার আঁকুতি যাতনার নাম রানা।

রুনি সাগরের কবরের পাশের বৃষ্টির নাম মেঘ,

ভুলে গেছে সে বিচারের বাণী দিব্যিতে করে ত্যাগ।

জানি ভুলে গেছি শেয়ার বাজার ভুলে গেছি হলমার্ক,

খুনের রক্তে ধুয়ে গেছে আজ চেতনার কালো দাগ।

আগুনে পুড়ে গেছে স্বপ্নের দল লাশ হয়ে গেছে গুম,

উন্নয়নের দাপুটে হয়েছি নিঃশেষ নিঃর্ঘুম। 

দেখেছি অনেক স্বপ্ন ডুবেছে ইয়াবার কালো গ্রাসে,

জাতির বিবেকে লুট হয়ে গেল কোটা প্রশ্ন ফাঁসে। 

হাজার কোটির ব্যাংক লুট হল লুট হয়ে গেল ধন ,

গরীবের পেটে লাথি মেরে দেশে কেমন উন্নয়ন?

গাড়ীর চাপায় মরছে কিশোর দাপটে দল আর লীগ,

আহাজারী শুধু পুলিশী রাষ্ট্রে বন্ধুক চারদিক।

উন্নয়নের নামে চলে গুলি ভয়াল গভীর রাত,

মায়ের কান্না শুনে বের হয় শাহজাহানের দাঁত।

মাঠে ঘাঁটে আর গ্রামে প্রান্তরে সন্ত্রাস চারদিকে,

কিসের জন্যে সরকার থেকে মুক্তি যে চায় লোকে।

ভোটের ভাতের অধিকার নেই, নেই কোনো স্বাধীকার!

গুম হয়ে যাওয়া লাশটার ছিল বাঁচবার অধিকার।

ভুলে যাব জানি ইস্যুতে ইস্যুতে আবার বোনটি তনু ,

বড় মায়া চোখে কতনা কষ্টে মৃত্যুর রংধুনু।

ধর্ষিতা বোন আলো কেটে যায় ভুলতে পারিনা তাই,

এতো নিপীড়ন আর কতদিন জনতা সইবে হায়।

ক্ষমতার অপব্যাবহার করছে যে আজ আইনের কিছু লোক,

ধর্মের নামে কলহ সৃষ্টি শুধু বাড়ছে বোকা নির্বোধ।

আমরা ভুলেছি বহু যাতনায় ভুলেছি বাংলাদেশ,

ভুলের মাসুল দিতে আজ তাই তোদের করবো শেষ।

ক্ষমতার দিন শেষ হলো বলে কমছে তোদের দিন ,

দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা সুধিতে হইবে ঋণ।

আমি বাংলাদেশ দিচ্ছি বিচার শুধু আল্লাহর কাছে

নির্মূল হোক অন্যায় আর আম-জনতা যেন বাঁচে।